ঢাকাSaturday , 15 April 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
jahid faruk mp
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে বরিশালে মনোনয়ন পেলেন খোকন সেরনিয়াবাত

admin
April 15, 2023 5:07 pm
Link Copied!

সকল জল্পনার অবসান ঘটিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য আ;লীগ থেকে মনোনয়ন পেলেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরেনিয়াবাত- ১৫ এপ্রিল ২০২৩  গনভবনে আওয়ামী লীগের মেনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয় । জাতীর পিতা বঙ্গ বন্ধু শেখ  মুজিবুর রহমানের বোন আমেনা বেগমের ছোট ছেলে, আবুল খায়ের আবদুল্লাহ। তিনি বর্ষিয়ান নেতা আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই এবং বর্তমান মেয়র সেরেনিয়াবাত সাদেক আবদুল্লাহর ছোট চাচা। খোকন সেরেনিয়াবাতের মনোনয়ন পাবার খবরে এরই মধ্যে বরিশাল আওয়মীলীগের একাংশ বেশ উচ্ছসিত, এরা সবাই সাদেক আবদুল্লাহ বিরোধী  রাজনৈতীক লোকজন। খবরটি এরই মধ্যে বরিশালসহ সারা দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ক্ষেত্রে ব্যাপক জানান দিচ্ছে। একইসাথে দেশের আরও চার সিটির মনোনয়নও দেয়া হয়েছে, তার মধ্যে রাজশাহীতে মনোনয়ন পেয়েছেন এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)। খুলনায় তালুকদার আব্দুল খালেক, গাজিপুরে এ্যাডঃ মোঃ আজমত উল্লাহ খান এবং সিলেটে মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরি। একইসাথে দেশের তিন ইপজেলা এবং পাচটি জেলা পরিষদের মনোনয়ন প্রদান করা হয়েছে। উল্লেখ্য আওয়ামী  লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রি শেখ হাসিনা

। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় পাঁচ সিটিতে ৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ওবায়েদুল কাদের বলেন, যারা মনোনয়ন চেয়েছেন, তাদের প্রার্থীতা কতটা গ্রহণযোগ্য হবে সুনির্দিষ্ট এলাকায়, সেটা বিবেচনা করেই আমরা একজনকে বেছে নিয়েছি। একাধিক মনোনয়ন প্রার্থী ছিলেন, কিন্তু মনোনয়ন তো দিতে হবে একজনকে। এখন আমরা কাকে বেছে নেবো, সেটা তো মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে ফরম সংগ্রহ করেছিলেন বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, তার চাচা ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো.জসিম উদ্দিন, বরিশাল বিএম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈন তুষার, বরিশাল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন আহমেদ। এদিকে মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি স্থানীয় আওয়ামী লীগের পদে থাকা নেতাদের কেউই। জানা যায়, বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতারা আগে থেকেই বর্তমান মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে একক প্রার্থী ঘোষণা দেন এবং ঢাকায় গিয়ে মনোনয়ন ফরমও সংগ্রহ করেন। তবে সিটি করপোরেশনের বর্তমান পরিষদের কাউন্সিলরদের একটি অংশ ও মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র নেতাদের একটি অংশ সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর চাচা খোকন সেরনিয়াবাতের সঙ্গে ছিলেন। এদিকে, বিগত সময়ের মতো এবারও মনোনয়ন চেয়ে পাননি মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।