নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলীতে ”লবস্টার রেস্ট্রুরেন্ট ও কনভেনশন হল” এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বাদ আছর ডিএন টাওয়ারের ২য় ও তয় তলায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির স্বত্তাধীকারি মোঃ ইউনুস জানান, ভোক্তাবান্ধব রেস্ট্রুরেন্ট হিসেবে গড়ে উঠতে প্রতিষ্ঠানটি বদ্ধ পরিকর। এখানে ভোক্তাদের সুবিধার্থে চাহিদানুযায়ী স্বাস্থকর পরিবেশে খাদ্য তৈরি ও স্বল্প মুল্যেই তা পরিবেশন করা হবে।
এছাড়া কনভেনশন হলটিতেও সুলভ মুল্যে মানুষ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করতে পারেবন। আমরা সেবার মানকে গুরুত্ব দিয়েই সামনের দিকে অগ্রসর হব। ভোক্তা পর্যায়ে সেবায় স্বাচ্ছন্দ্য ও সন্তস্টের বিষয়টি অর্জন মুল লক্ষ্য থাকবে। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
দোয়া ও মোনাজাতে আরও উপস্থিত ছিলেন নগরীর ঐতিহ্যবাহী সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম আল মাদানীসহ অন্যান্য অতিথীরা।