নিজস্ব প্রতিবেদক
বরিশালে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল নগরীর ১০ নং ওয়ার্ডস্থ ভাটারখাল মোড়ের ডিসি ঘাটের প্রবেশমুখ থেকে তাকে আটক করা হয়। একই সময়ে সাথে থাকা ৪০ পিস ইয়াবা উদ্বারপুর্বক জব্দ করে পুলিশ।
আটককৃত যুবক বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামের বাসিন্দা আইয়ুব আলী হাওলাদারের ছেলে মো: মিলন হাওলাদার।
পুলিশ সুত্রে জানা গেছে , বাকেরগঞ্জের ভান্ডারীকাঠি গ্রামের বাসিন্দা মিলন হাওলাদার পেশায় একজন মাদক ব্যবসায়ী। তিনি প্রায়শই বরিশালে মাদক সংগ্রহের উদ্দেশে আসেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক আনা-নেওয়া করছিলেন। অনুরুপভাবে সোমবার বিকেলে মিলন বরিশালে এসেছিলেন, মাদক সংগ্রহ করতে। অবশ্য তিনি মাদক সংগ্রহ শেষে ফিরেও যাচ্ছিলেন, কিন্তু স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের কৌশলের কাছে ধরাশায়ী হন। রাতে ৪০ পিস ইয়াবা নিয়ে ফেরারপথে নগরীর বান্দরোডস্থ ভাটারখাল এলাকায় তাকে পাকড়াও করেন সংশ্লিষ্ট ফাঁড়ি পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম। ফাঁড়ি পুলিশের ইনচার্জের সাথে এই সফল অভিযানে অংশ নেন এএসআই মাহবুবুর রহমান, সমমর্যদার কর্মকর্তা আকিব উল্লাহ, এটিএসআই জাকির হোসেন এবং জাঈদুর রহমান।
ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পুলিশ কমিশনার স্যারের নির্দেশে বরিশাল নগরীতে মাদকের বিরুদ্ধে যে চিরুনি অভিযান চলছে, তাতে স্টীমারঘাট ফাঁড়ি পুলিশও ভূমিকা রাখছে। শীর্ষপুলিশ কর্মকর্তার নির্দেশনার আলোকে প্রতিদিন আওতাধীন এলাকাসমূহে অভিযান পরিচালিত হচ্ছে, এতে মাদক উদ্ধারের পাশাপাশি অনেকে গ্রেপ্তারও হচ্ছেন।
এসআই শহিদুল ইসলাম জানান, তাঁর ফাঁড়ি আওতাভুক্ত রসুলপুর, ভাটারখাল এবং শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি (কেডিসি) নামক এই তিনটি কলোনীতে (বস্তি) বিশেষ নজর দেওয়া হয়েছে।
এদিকে অভিযুক্ত মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ও তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এসআই শহিদুল ইসলাম।