ঢাকাTuesday , 16 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মহানগর ছাত্রলীগের আহবায়ক মান্না গ্রেফতার, প্রতিবাদে আ’লীগের সংবাদ সম্মেলন

admin
May 16, 2023 2:55 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ দশ জনকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

সোমবার বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কেএম জাহাঙ্গীর বলেন, একটা গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য মিথ্যা মামলায় মহানগর ছাত্রলীগের আহ্বায়কসহ সাতজনকে ফাঁসিয়েছেন। আমরা এই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষ ষড়যন্ত্রকারীদের বিচার চাই।

তিনি বলেন, গতকাল যে ঘটনায় রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তার করেছে, সেখানে মান্না ছিল না। যার সিসিটিভির প্রমাণ আমাদের কাছে আছে। তবু ওই স্বার্থান্বেষী মহলের কারণে মিথ্যা মামলায় মান্নাকে ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হেসেন লিটুসহ বরিশাল মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।