নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল থেকে ব্রাকের “প্রবাস বন্ধু ফোরাম (প্রত্যাশা -০২) ” সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইম্প্রুভড সাসটেনেইবল রিইন্টেগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-০২) প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।
ইউরোপিয়ন ইউনিয়ন ভূক্ত দেশ থেকে বিভিন্ন কারনে ফেরত বাংলাদেশীদের সহযোগিতা করা হবে। ইউরোপিয়ন ইউনিয়ন আর্থিক সহযোগিতা এবং ব্রাক এ প্রকল্প বাস্তবায়ন করবে। এজন্য “প্রবাস বন্ধু ফোরাম ” ব্রাককে সার্বিক সহযোগিতা করবে।
বরিশাল সদর সহ বিভিন্ন উপজেলার প্রবাস বন্ধু ফোরামের সদস্যরা এতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন ছিলেন দেবানন্দ মন্ডল, ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটরএমআরএসসি, এস এম সুদীপ্ত শাহীন, সাইকোসোস্যাল কাউন্সেলর, মো: রাকিব হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার, বরিশাল সদর, দেলোয়ার হোসেন বাপ্পি,প্রোগ্রাম অর্গানাইজার, আগৈলঝাড়া, মো: নাসিম হোসাইন, প্রোগ্রাম অর্গানাইজার, মুলাদী, মো: শোভন খান, প্রোগ্রাম অর্গানাইজার, বানাড়িপাড়া।