ঢাকাThursday , 25 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সড়কের নামকরণ ও মিনি পার্কের উদ্বোধন

admin
April 25, 2024 9:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডে সড়কের নামকরণ ও মিনি পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বাদ আছর তাজকাঠি এলাকায় সড়কের নামকরন ও নিজ অর্থায়নে মিনি পার্কের উদ্বোধন করেন কাউন্সিলর মো: এনামুল হক বাহার।

উদ্বোধনকৃত সড়ক হলো ‘তাজকাঠি ঝাউতলা সড়ক’ ও নব-নির্মিত পার্কের নাম দেয়া হয়েছে ‘তাজকাঠি ঝাউতলা সড়ক মিনি পার্ক’।

উদ্বোধনের পরপরই স্থানীয়দের নিয়ে নব-নির্মিত মিনি পার্কে বিভিন্ন ধরণের বৃক্ষ রোপন করেন জননন্দিত কাউন্সিলর বাহার। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আলমগীর খান, নাসির খান, জিতেন মজুমদার, হাবিব হাওলাদার, মোফাজ্জেল মিয়া, মোঃ আনোয়ার, মোঃ সাইফুল ইসলাম, হেলাল , সঞ্জিব, রাহাত প্রমুখ।

তাজকাঠি ঝাউতলা সড়কটির নামকরণ করেন আব্দুল ওহাব খান জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক স্থানীয় সাইফুল ইসলাম।

এদিকে সড়কের নির্দিষ্ট নাম ও নব-নির্মিত মিনি পার্ক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, তাজকাঠি এলাকা নামেই পরিচিত এটি। তবে নির্দিষ্ট কোন সড়কের নাম ছিলনা। এলাকায় সড়কের একটি নির্দিষ্ট নাম পেয়ে সকলের চিহ্নিত করতেও সহজতর হবে। এছাড়া মিনি পার্কটিও শিশুসহ সকল বয়সীদের বিনোদনের সহায়ক হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।