নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্ট গণঅভ্যুথানের অমর শহীদদের স্মরণে বরিশালে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) নগরীর টাউন হলে বিএনপি’র দলীয় কার্যালয় থেকে এ র্যালী শুরু হয়। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এদিকে অনুষ্ঠিত শোক র্যালীতে শত শত নেতাকর্মীদের নিয়ে অংশ নেন জাতীয়তাবাদী মহানগর বাস্তহারা দল। নগরীর জেলখানার মোড় থেকে নগর বাস্তহারা দলের সভাপতি মো: রফিকুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিশাল একটি র্যালী সভাস্থলে যোগ দিয়ে শোক র্যালীতে অংশ নেয়।
এসময় ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’ আমার ভাই কবরে, খুনী কেন বাইরে , আমার ভাইয়ের রক্তে বৃথা যেতে দেব না’ ‘তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’,‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’,‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তুলেন তারা।
অনুষ্ঠিত শোক র্যালীতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শামীম হাওলাদার, সহ-সভাপতি খলিলুর রহমান, সুমন মোল্লা,সুমন মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সবুজ খলিফা, যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিম খান, আরিফ, মিজানুর রহমান মানিক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।