নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলায় ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার ৫ নং চরমোনাই ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মসুচী সম্পন্ন হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মু: জিয়াউল করিম।
এসময় তিনি ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণ মূলক কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সব ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বস্ত প্রদান করেন।
অনুষ্ঠানে বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে সাইকো-সোশ্যাল কাউন্সেলিং , প্রশিক্ষণ , সামাজিক পুনরেকত্রীকরণ সেবা ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা প্রদান করবে তা কর্মশালায় উপস্থিতির মাঝে তুলে ধরা হয়। এছাড়া বিদেশ-ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সাথে যোগাযোগ করার আহবান রাখা হয়।
চরমোনাই ইউনিয়ন পরিষদের সচিব আবু হানিফ মুন্সীর সভাপতিত্বে কর্মসুচীতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ওয়ার্ড এর ইউ,পি সদস্য ও সংরক্ষিত সদস্যগণ, গ্রাম পুলিশ, দফাদার, সুশীল সমাজের প্রতিনিধি , ইমাম, সাংবাদিক, শিক্ষক প্রমূখ।
এর আগে কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মো: রাকিব হোসেন , প্রোগ্রাম অর্গানাইজার , ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
কর্মশালাটি সঞ্চালনা ও মুল বক্তব্য উপস্থাপন করেন এস এম সুদীপ্ত শাহীন, সাইকোসোস্যাল কাউন্সেলর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, এম আর এস সি, বরিশাল । সার্বিক সহযোগিতা করেন মো: রাকিব হোসেন , প্রোগ্রাম অর্গানাইজার, মো: ফয়সাল , এম আর এস সি , বরিশাল সদর ।