নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বরিশাল জেলা পুলিশ লাইনসের গ্রাটিটিউড হলে বরিশাল রেঞ্জ কার্যালয় কর্তৃক এ আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এডমিন অ্যান্ড ডিসিপ্লিন) ও অতিরিক্ত দায়িত্বে ডিআইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) আমিনুল ইসলাম, বিপিএম (বার)।
বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান, বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) পুলিশ কমিশনার, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্সের এ্যাডিশনাল ডিআইজি (অডিট-১) তাপতুন নাসরিন, বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম সহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহজাহান হোসেন, পিপিএম এর সঞ্চালনায় এসময় বিভাগীয় কমিশনার ও ভোলার পুলিশ সুপারকে বদলীজনিত বিদায় উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করেন রেঞ্জ ডিআইজিও পুলিশ সুপার।