নিজস্ব প্রতিবেদক
বরিশালের আগামী প্রজন্মের শিক্ষা ও সফলতার প্রতি সহমর্মিতা প্রকাশ করে মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার (জিয়া) এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন,“আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির চালক। তারা যেন সুশিক্ষায় আলোকিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই কামনায় আমরা পাশে আছি।”
তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য তিনি দোয়া ও শুভ কামনা প্রকাশ করেন এবং সবাইকে মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“তোমাদের দায়িত্ব শুধু ভালো রেজাল্ট করা নয়, বরং ভালো মানুষ হওয়া। আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব তোমাদের হাতেই।”
স্থানীয় ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে নেতার এই সদাশয় বার্তা ইতিবাচক সাড়া ফেলেছে।