ঢাকাThursday , 16 March 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগেই বরিশালসহ ৫ সিটি নির্বাচনের তফসিল

admin
March 16, 2023 2:02 am
Link Copied!

অনলাইন ডেস্কঃ আসন্ন রমজানে ঈদুল ফিতরের আগেই ঘোষণা করা হবে দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তিন ধাপে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশনের এসব নির্বাচন। ভোটের সম্ভাব্য সূচি মে থেকে জুনের মধ্যে।

বুধবার (১৪ মার্চ) নির্বাচন কমিশনের ১৬তম সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। ইসি সচিব বলেন, বরিশাল, গাজীপুর, রাজশাহী, সিলেট ও খুলনা সিটিতে তিনধাপে ভোটগ্রহণ করা হবে। এক্ষেত্রে ঈদ-উল-আযহার আগে মে থেকে জুনের মধ্যে নির্বাচন করা হবে।

ইসি সচিব বলেন, সিটি করপোরেশনের নির্বাচনে সিসি ক্যামেরা থাকতে পারে।

তিনি জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এক লাখ ১০ হাজার ইভিএম যন্ত্র প্রস্তুত করা হচ্ছে, যা দিয়ে ৭০ থেকে ৮০টি আসনের ভোট করার সক্ষমতা থাকবে।