নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার গণঅভ্যুথানের বিজয়ের বর্ষপুর্তিতে শত শত নেতাকর্মী নিয়ে বিজয় র্যালীতে অংশ নেন জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুন। তিনি জেলা ছাত্রদলের সহ-সভাপতি। গতকাল বুধবার (৬ আগস্ট) অনুষ্ঠিত নগর ও জেলা উত্তর বিএনপি’র বিজয় র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এদিকে জেলা ছাত্রদল নেতা আসিফের নেতৃত্বে অনুষ্ঠিত বিশাল র্যালিটি নগরীর শহীদ সোহেল চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডস্থ দলীয় কার্যালয়ে মুল সমাবেশস্থলে যোগ দেয়। এরপর বিশাল বিজয় মিছিলে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর শিশু পার্কের সম্মুখে গিয়ে শেষ হয়। ছাত্রদল নেতা আসিফের নেতৃত্বে বিজয় মিছিলে অংশ নেন ছাত্রদল নেতা রাহাত তালুকদার, মো: আশিক মাহমুদ, কামরুল ইসলাম রিফাত, কাওসার বালি, তাজ ইসলাম, রিয়াজ হোসেন তাছিন, ফারজানা ওমি, ইকতিদার আহমেদ সজিব, অনিক দেবনাত, আলমগির, রেজবি ইসলাম, বাইজিদ, সাকিব প্রমুখ।