৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বৃহাস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান।
জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার। সমাপনীতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।