নিজস্ব প্রতিবেদক
বরিশালে ছাত্র আন্দোলনে হামলায় দায়ের করা মামলায় সাবেক কাউন্সিলরসহ ৪ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা মোঃ হুমায়ুন কবির, ১৬ নং ওয়ার্ডের আব্দুর রব হাওলাদারের ছেলে নাহিদ হাসান, ১৯ নং ওয়ার্ডের মৃত আব্দুস জলিল মাসুম ভূঁইয়ার ছেলে মোঃ কামরুজ্জামান সুজন ভূঁইয়া ও চরমোনাই ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের মৃত ইসমাইল বেপারীর ছেলে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ হারুন বেপারী।
জানা গেছে, ৩৬ জুলাই আওয়ামী ফ্যাসিবাদী আন্দোলনে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলায় নামধারী আসামি ছিল আটককারীরা। এ ঘটনায় মামলা দায়ের হলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের পৃথক অভিযান পরিচালনা করে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ছাত্র আন্দোলনে হামলায় আসামিদের আটক করা হয়েছে। আগামীকাল (আজ) তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।