নিজস্ব প্রতিবেদক
বরিশালে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট এ্যাকশন ( গেটকা) প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) আজহারুল ইসলাম। তিনি বলেন, ক্লাইমেটের কারণে বরিশাল অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়। জেন্ডার বিষয়ে মানুষ তেমন জানেনা। নারীরা বেশিরভাগ বিপদগ্রস্ত হচ্ছে। এই প্রজেক্টের মানুষের উন্নয়নে কাজ করে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে। এছাড়া দাতা সংস্থাকেও প্রকল্পের কার্যক্রম আরও প্রসারে আহবান জানান তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার, এনএসএসের প্রোগ্রাম ডিরেক্টর শহিদুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী শুভংকর চক্রবর্তী, টুলু কর্মকার প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার দায়বদ্ধ জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়ন এ সভার অন্যতম লক্ষ্য।
এনএসএস বরিশাল জেলার বরিশাল সদর বাকেরগঞ্জ ও বানাড়ীপাড়া উপজেলার ১৮টি ইউনিয়নে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প বাস্তবায়ন করছে, যা ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৭ মেয়াদে চলমান। বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর আর্থিক সহযোগিতায় এবং জিএফএ কনসালটিং গ্রুপ-এর কারিগরি সহযোগিতা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার দায়বদ্ধ জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়নে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরি ও বাস্তবায়ন করার লক্ষো প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে।
প্রকল্পের অধীনে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি জাতীয় পর্যায়েও এডভোকেসি কার্যক্রম পরিচালিত হবে।
ইউটিউব সাবস্ক্রাইব করুন