নিজস্ব প্রতিবেদক
বরিশালে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নগরীর ২৩ নং ওয়ার্ডস্থ দক্ষিণ সাগরদী এলাকার মদিনা মসজিদ সংলগ্ন আল মদিনা নূরানী মডেল মাদ্রাসা ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে মাদ্রাসার মিলনায়তনে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
এসময় মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কলেজ রো জামে মসজিদের খতিব ও চরকাউয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মু. কাওসার হামিদী।
বায়তুল মদিনা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান শাহ এর সভাপতিত্বে ও মাদ্রাসার সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বায়তুল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী মোঃ আবু রায়হান হাবিবি।
এছাড়াও মাহফিলে ওলামায়ে ক্বেরামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।