নিজস্ব প্রতিবেদক
দুর-দুরান্তে বরিশাল বিভাগের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে নিরলস ছুটে বেড়াচ্ছেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইউনুস আলী সিদ্দিকী। যার ধরুন এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগজুড়ে শিক্ষাবোর্ডের কঠোর তদারকিতে এমন প্রভাব পড়ছে কেন্দ্রে বলে মন্তব্য করেছেন অভিভাবকরা। পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু থাকায় সচেতন মহলের কাছেও প্রশংসিত হচ্ছে শিক্ষাবোর্ড। সবমিলিয়ে কঠোর ব্যবস্থাপনায় এবারের ফলাফলে মেধাবীরা চমক দেখাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। তারা এসবের কৃতিত্ব জুড়ে দিয়েছেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইউনুস আলী সিদ্দীকিকে। তার বিরামহীন প্রচেষ্টায় কেন্দ্রগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার প্রথম দিন থেকে বোর্ড চেয়ারম্যান নিরলসভাবে বিভাগের প্রান্তিক কেন্দ্রে ছুটে বেড়িয়েছেন।
এরই অংশ হিসেবে আজ ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়, বাবুগঞ্জের চাদপাশা স্কুল এন্ড কলেজ, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন।
দুর-দুরান্তের কেন্দ্রগুলোতে আসা শিক্ষার্থীদের একাধিক অভিভাবক জানান, পরিক্ষা কেন্দ্রগুলো এমনই হওয়া উচিত যেখানে আমাদের সন্তানরা তাদের যোগ্যতা ও মেধা দিয়ে নিজের পরীক্ষা নিজে দিবে। এবারে সেই প্রতিফলন ঘটছে নজরদারির মাধ্যমে। এর মাধ্যমে আমাদের সন্তানরা তাদের মেধাকে পরিস্ফুটিত করতে পারবে। এসময় অভিভাবকরা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিস্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে শুধু পরিদর্শনই নয়, বিভাগজুড়ে কেন্দ্রগুলো কোন অপ্রিতিকর ঘটনা ঘটলে ফোন পাওয়া মাত্রই সাথে সাথে প্রেরণ করা হচ্ছে ভিজিলেন্স টিম। শিক্ষাবোর্ড চেয়ারম্যানের তত্ত্বাবধানে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায়ে গঠন করা হয়েছে প্রায় দুই’ শত জন শিক্ষক নিয়ে ১৬ ভিজিলেন্স টিম। যেখানে শুধু মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরাই নন, যুক্ত আছেন কলেজের সিনিয়র শিক্ষকরাও। কোন কেন্দ্রের বিরুদ্ধে অনিয়ম কিংবা অবৈধ পহ্না অবলম্বনের খবর পাওয়া মাত্রই প্রতিরোধ ও দোষীদের আইনের আওতায় আনতে ছুটে যাচ্ছেন সেই ভিজিলেন্স টিমের স্ব স্ব জেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সদস্যরা।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এর মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬টি ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভাগের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রের নির্দেশনানুযায়ী কঠোর নজরদারীর ব্যবস্থা করেছে শিক্ষাবোর্ড।
উল্লেখ্য, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬টি ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বরিশাল শিক্ষাবোর্ড। এবার বিভাগের ছয় জেলার মোট ১,৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । এছাড়া পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।