নিজস্ব প্রতিবেদক
বরিশালের স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হাজ্বী আব্দুল গণী নুরানী ও হিফজুল কুরআন মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ সাগরদী বাজার সংলগ্ন কাফরা বাড়িতে স্থাপিত মাদ্রাসার প্রধান অফিস কক্ষে এ কার্যক্রম উদ্বোধন করেন কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরেও কোমলমতি শিশুদের ইসলামিক সঠিক জ্ঞানের প্রসারে নির্দিষ্ট সংখ্যকহারে শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে প্রতিষ্ঠানটি। ৪ বিভাগে এ কার্যক্রম শুরু হয়েছে। বিভাগগুলো হচ্ছে- নুরানী, হিফজ, হিফজ রিভিশন ও নাজেরা। এ বছরে ৪ বিভাগে নির্দিষ্টহারে ভর্তি নিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি।
এ-বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা মো: আব্দুর রাজ্জাক জানান, অধ্যায়নের শুরু থেকেই প্রতিটি শিশুর ইসলামিক জ্ঞানের সঠিক সঞ্চার অতিব জরুরী। প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামিক এ শিক্ষা প্রতিষ্ঠানটি যথাযথভাবে জ্ঞানের সঞ্চারণ ঘটাচ্ছে। ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দিচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে। আর এতে শিক্ষার্থীরা আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে উঠছে। যথাযথ শিক্ষার প্রসারে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।