নিজস্ব প্রতিবেদক
সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি মাদ্রাসার সভাপতিও।
গতকাল (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি। এসময় জেলা প্রশাসক বলেন, মাদ্রাসাটির বিরুদ্ধে নানা অব্যবস্থাপনাসহ নেতিবাচক অভিযোগ উঠেছিল। মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ও সার্বিক বিষয় থাকবে ইতিবাচক। কিন্ত এই মাদ্রাসাটিকে নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন একাধিক মহল।
তিনি আরও বলেন, আমাকে এ্যাডহক কমিটির সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসার সব নেতিবাচক দিক পরিহারের মধ্য দিয়ে ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরোনো হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনবো। মাদ্রাসার শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে অভ্যন্তরীণ পরিচালনায় সার্বিক বিষয়ে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার ৬ তলা ভবন ও খেলাধুলার সামগ্রীসহ সার্বিক দিকে উন্নীতকরণেরও আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের প্রফেসর ড. মো: আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিথীকা সরকার, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: ফিরোজ আলম প্রমুখ।