নিজস্ব প্রতিবেদক
বরিশালে মহানগর বিএনপির পুর্নাঙ্গ আহবায়ক কমিটির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। গতকাল বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ( রেজি: নং- খুলনা, ১৩৬২/৯৯) রুপাতলীর নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক সেলিম সরদার, সদস্য সচিব কালাম চৌধুরী, সদস্য রাজ্জাক মৃধা, আশরাফ আলী খান সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদার তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি যাত্রী সেবার মানবৃদ্ধি ও শৃঙ্খলা বজায়ে রাখতে আহবান জানান।