ঢাকাMonday , 16 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা

admin
December 16, 2024 11:39 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। আজ জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছে আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করেছে সব বীর মুক্তিযোদ্ধাকে।

আর বিজয় দিবস ঘিরে একদিকে আনন্দ ও অন্যদিকে আত্মদানকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান সমাজসেবামুলক নানাবিক মানবিক কর্মকান্ড বাস্তবায়ন করেছে। এরই ধারাবাহিকতায় বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) নগরীর আমতলা মোড়স্থ পানির ট্যাংক সংলগ্ন হাসপাতালটিতে এ মানবিক কর্মকান্ড বাস্তবায়িত হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সব রোগের চিকিৎসা ফ্রি প্রদান করেন হাসপাতালটির কর্তৃপক্ষ। এসময় প্রায় ৪ শাতাধিক অসহায় ও দুঃস্থ রোগী এ সেবা গ্রহণ করেন।

এছাড়া দিবস ঘিরে রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে সকল পরীক্ষায় ৫০% ছাড়ও প্রদান করা হয়। আর এমন মানবিক কর্মকান্ডে একদিকে যেমন বিনামূল্যে সেবা পেয়ে রোগীরা বিজয়ের দিনে উচ্ছ্বসিত হয়েছেন অন্যদিকে সচেতন মহলের ইতিবাচক ও প্রশাংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। অসহায় ও দুঃস্ব রোগীদের নানা ধরণের জটিল ও ব্যয়বহুল চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদানে প্রতিষ্ঠানটির ভাবমুর্তি আরও উজ্জ্বল হয়েছে জানিয়ে একজন সেবা গ্রহণকারী জানান, বর্তমানে চিকিৎসা সেবা অত্যন্ত ব্যয়বহুল। আরও যদি বেসরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হয় সেখান থেকে সেবা গ্রহণে খরচ অত্যন্ত বেশি।

অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালটি’র চিকিৎসা সেবা খুবই ভাল। তারা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীকে সঠিক চিকিৎসার মধ্যে নিয়ে আসেন। এছাড়া অন্যান্য বেসরকারি হাসপাতালের তুলনায় এখানের চিকিৎসক ভিজিট ও পরীক্ষা-নিরীক্ষায় খরচও কম।

আর এর মধ্যে মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের এমন মানবিক কর্মকান্ড সত্যিই মানবিকতার অন্যান্য উদাহরণ। আমরা জটিল ও ব্যয়বহুল চিকিৎসা বিনামুল্যে পেয়েছি। এজন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

সেবা গ্রহণ শেষে অসহায় এক বৃদ্ধ জানান, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছি। চিকিৎসা নেয়া ব্যয়বহুল এজন্য ঠিকমত চিকিৎসকের কাছে যেতে পারছিলাম না। শুনেছিলাম এ হাসপাতাল বিনামুল্যে চিকিৎসা দিবে। তাদের সাথে যোগাযোগ করে আজকে ডাক্তার দেখিয়েছি। কোন টাকা লাগেনি। তিনি সঠিক রোগ নির্ণয় করে ওষুধও দিয়েছেন। বিনামুল্যে এ সেবা পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের এ সেবা অব্যাহত থাকুক।

এদিকে জানা গেছে, বিজয় দিবসে স্পেশালাইজড এ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার আওতাভুক্ত হয়েছেন ৪ শাতধিক রোগী। এর মধ্যে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ সেবা নিয়েছেন। ফ্রিতে সেবা পেয়ে সেবাগ্রহণকারীরা প্রতিষ্ঠানের সার্বিক কল্যান কামনা করেন।

এ বিষয়ে হাসপাতালটি চেয়ারম্যান ডা. ইকবাল হোসেন জানান, বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল একটি বিশেষায়িত হাসপাতাল। এখানে তুলনামুলক রোগীদের কম খরচে সঠিক ও উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এটা ব্যবসা নয়, বিজয় দিবস ঘিরে এটাই বলতে চাচ্ছি, এই প্রতিষ্ঠানটি সেবামুলক প্রতিষ্ঠান। কম খরচে সঠিক স্বাস্থ্য চিকিৎসার প্রত্যয় নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে এ হাসপাতালটি। অসহায়, দুঃস্থ রোগীদের বিনামুল্যে চিকিৎসাসহ মানবিক সব কর্মকান্ড অব্যাহত থাকবে।