ঢাকাTuesday , 26 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানসহ দুইজনের আইডি হ্যাকড, থানায় জিডি

admin
November 26, 2024 11:39 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ দুইজনের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরী করেছেন শিক্ষা বোর্ডের উপ-সচিব আ: রহমান মিঞ্চা।

সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন,  সকাল সাড়ে ১০ টায় ০১৯৭৭-৮২১১৮১ নম্বর থেকে আমার ০১৭২০৫২৬০৫৪ নম্বরে কল করে মাসুম নামের পুলিশের এক এসআই পরিচয়দানকারী বলেন, আমি অসাবধানতা বশত পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হয়েছি। এরপর তিনি আমাকে ঐ গ্রুপ থেকে বের হওয়ার জন্য কিছু ডাটা ইনপুট দিতে বলেন । আমি সরল বিশ্বাসে তার কথায় ডাটা ইনপুট দেই।  এরপর থেকেই আমার হোয়াটস অ্যাপ নম্বর থেকে আমার সেইভ করা বিভিন্ন পরিচিত লোকজনের কাছে ম্যাসেজ প্রদান করে , “আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে।  এখন এই নম্বারে টাকা পাঠাইয়া দিয়েন ০১৮২৯৯৯০৩৮৭=১৫,০০০ বিকাশ পার্সোনাল।

এতে আমি বুঝতে পারি,  আমার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। একইভাবে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী মহোদয়ের মোবাইল নম্বর-০১৭১১৫৪৬৯৫৩ এ ০১৯৭৭-৮২১১৮১ নম্বর থেকে কল করে তার নম্বর হ্যাক করে ও তার পরিচিত ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ম্যাসেজ দিয়ে আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে জানিয়ে বিকাশ নম্বর-০১৮২৯৯৯০৩১১ পার্সোনাল পাঠাতে বলে।

আমাদের শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এর ০১৭১২১৭৪৬৬৯ নম্বরে ম্যাসেজ গেলে সে  বিষয়টি আমাকে ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেন। এতে আমরা নিশ্চিত হই, আমার নম্বর ও চেয়ারম্যান মহোদয়ের মোবাইল নম্বর হ্যাকাররা হ্যাক করে বিভিন্ন লোকজনদের কাছে বিকাশের মাধ্যমে টাকা চাচ্ছে । এ ঘটনায় নিরাপত্তার জন্য থানায় ডায়েরী করেন উপসচিব।