নিজস্ব প্রতিবেদক
বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ দুইজনের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরী করেছেন শিক্ষা বোর্ডের উপ-সচিব আ: রহমান মিঞ্চা।
সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, সকাল সাড়ে ১০ টায় ০১৯৭৭-৮২১১৮১ নম্বর থেকে আমার ০১৭২০৫২৬০৫৪ নম্বরে কল করে মাসুম নামের পুলিশের এক এসআই পরিচয়দানকারী বলেন, আমি অসাবধানতা বশত পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হয়েছি। এরপর তিনি আমাকে ঐ গ্রুপ থেকে বের হওয়ার জন্য কিছু ডাটা ইনপুট দিতে বলেন । আমি সরল বিশ্বাসে তার কথায় ডাটা ইনপুট দেই। এরপর থেকেই আমার হোয়াটস অ্যাপ নম্বর থেকে আমার সেইভ করা বিভিন্ন পরিচিত লোকজনের কাছে ম্যাসেজ প্রদান করে , “আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে। এখন এই নম্বারে টাকা পাঠাইয়া দিয়েন ০১৮২৯৯৯০৩৮৭=১৫,০০০ বিকাশ পার্সোনাল।
এতে আমি বুঝতে পারি, আমার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। একইভাবে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী মহোদয়ের মোবাইল নম্বর-০১৭১১৫৪৬৯৫৩ এ ০১৯৭৭-৮২১১৮১ নম্বর থেকে কল করে তার নম্বর হ্যাক করে ও তার পরিচিত ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ম্যাসেজ দিয়ে আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে জানিয়ে বিকাশ নম্বর-০১৮২৯৯৯০৩১১ পার্সোনাল পাঠাতে বলে।
আমাদের শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এর ০১৭১২১৭৪৬৬৯ নম্বরে ম্যাসেজ গেলে সে বিষয়টি আমাকে ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেন। এতে আমরা নিশ্চিত হই, আমার নম্বর ও চেয়ারম্যান মহোদয়ের মোবাইল নম্বর হ্যাকাররা হ্যাক করে বিভিন্ন লোকজনদের কাছে বিকাশের মাধ্যমে টাকা চাচ্ছে । এ ঘটনায় নিরাপত্তার জন্য থানায় ডায়েরী করেন উপসচিব।