ঢাকাTuesday , 17 January 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

admin
January 17, 2023 1:45 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে বিভাগীয় পর্যায়ে (আন্তঃজেলা) শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ উদ্বোধন হয়েছে। সোমবার সকাল ১০টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে যুব গেমসে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক বরিশাল মো. জাহাঙ্গীর হোসেন, শেখ হাসিনা সেনানিবাসের পিএসসি মেজর মো. ইফতেখার আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, জেলা ক্রীয়া সংস্থার আহ্বায়ক মনজুরুল আহসান ফিরদাউস। এছাড়াও বিভাগের ৬ জেলা থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়সহ অতিথিরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী আয়োজিত গেমস ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, কারাতে, অ্যাথলেটিকস খেলা অনুষ্ঠিত হবে। এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।