নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত ইউনুস আলী হাওলাদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ১১ টায় বরিশালের কাশিপুর ইউনিয়নের কলসগ্রামে স্থাপিত নব-আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাতাকে স্মরণ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। প্রয়াত এই শিক্ষাগুরু বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন।
স্মরণ সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সেতু বন্ধন ক্লাবের সভাপতি মুক্তিযোদ্বা কাজী মতিউর রহমানসহ অন্যান্যরা।
এসময় বক্তারা শিক্ষাগুরু ও শিক্ষানুরাগী প্রয়াত ইউনুস আলীর জীবদ্দশায় দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষা- সামাজিক কর্মকাণ্ডের ইতিবাচক একাধিক গুনাবলী তুলে ধরে স্মৃতিচারণ করেন।
তারা বলেন, ইউনুস আলী স্যার জীবদ্দশায় শিক্ষার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন। সমাজে শিক্ষার আলো ছড়াতে ইতিবাচক নানামুখী পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করেছেন। উন্নত শিক্ষা ও শিক্ষার্থীদের অগ্রসরে ইতিবাচক তৎপরতায় একাধিকবার বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃতও হয়েছিলেন তিনি। খেতাব প্রাপ্ত হয়েছিলেন একজন শিক্ষানুরাগী ও শিক্ষাগুরু হিসেবেও । প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলার কয়েক প্রজন্মের শিক্ষাগুরু হিসেবে সুপরিচিত ইউনুস আলী মাস্টার।
তারা আরও বলেন, শিক্ষানুরাগী ইউনুস স্যারের অক্লান্ত পরিশ্রমের ফসল নব-আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। তিনি না থাকলে হয়তো এ বিদ্যালয়ের প্রতিষ্ঠা হতো না। তিনি সবসময় চেয়েছিলেন সঠিক শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী যাতে দেশ ও সমাজের উন্নয়নের স্বার্থে সুনাগরিক হিসেবে গড়ে ওঠেন। সে লক্ষ্যেই তিনি কাজ করে গেছেন ও সফলতাও অর্জন করেছেন বারংবার। এর ফলশ্রুতিতে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সমাজের উন্নয়নে ভুমিকা রাখছে। এ পরিকল্পনাকে সর্বদা বাস্তবায়নে শিক্ষকদের অগ্রসর হয়ে ভুমিকা পালন করতে হবে। এজন্য বক্তারা কর্মরত শিক্ষকদের প্রতি প্রতিষ্ঠাতার পরিকল্পনাকে বাস্তবতায় বারংবাররুপ দিতে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখতে আহবান জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহিম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আলী আহমেদ, বিদ্যালয়ের জমিদাতা নগেন্দ্রনাথ দাস, ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সজিব আহমেদ মিশাত বেগ, ইসলামী ছাত্র আন্দোলনের ইউনিয়ন সভাপতি হাসানুজ্জামান, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক কাজী এমদাদ, ইউনিয়ন যুবদল সভাপতি কাজী আলাউদ্দিন, বেঙ্গল বিস্কুট কোম্পানির জিএম আব্দুর রহমান। এছাড়াও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো: সিদ্দিকুর রহমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০০ সালে বরেণ্য শিক্ষাগুরু ইউনুস আলী বার্ধ্যক্যজণিত কারণে মৃত্যুবরণ করেন।