নিজস্ব প্রতিবেদক
ঢাকা থেকে পটুয়াখালীগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। এ সময় দু’জনকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাদের সেনাবাহিনী সদস্যদের উপস্থিতিতে কোতোয়ালি মডেল থানা পুলিশদের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর আমতলার মোড়ে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- পটুয়াখালী জেলার তাফালবাড়িয়া ইউনিয়নের মোসলেম আলির মেয়ে সীমা বেগম (৪৬) ও আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামের ইসমাইল বয়াতির ছেলে আব্দুর রব (৪৮)।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা বাসে তল্লাশিকালে ১৭ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর হাতেম আলী চৌমাথায় শিক্ষার্থীরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণসহ এক প্রকৌশলীকে আটক করেছিল।
উল্লেখ্য- গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই শিক্ষার্থীরা সড়কের যানজট নিরসনে কাজ করছে।