ঢাকাThursday , 30 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নানা কর্মসূচি উদযাপন

admin
January 30, 2025 11:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক 

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া, আন্ত:কক্ষ ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. মো: রুহুল আমিন।

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভ হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগীতা ও তারুণ্য মেলায় শিক্ষার্থীদের স্থাপন করা ১০ টি স্টল পরিদর্শন করেন অধ্যক্ষ রুহুল আমিন।

উৎসব ঘিরে শিক্ষার্থীরা তাদের মেধার উৎকর্ষতায় ১০ টি স্টলে নিজেদের উদ্ভাবন করা বিভিন্ন কারিগরি মেশিনাধি হস্তশিল্প, কারুশিল্প, কুটিরশিল্প, বাহারী পিঠা প্রদর্শনপুর্বক শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সাথে মেলায় অংশগ্রহণ করেছে।

এসময় অধ্যক্ষ প্রকৌশলী ড. মো: রুহুল আমিন বলেন, শিক্ষার্থীরা মেধা ও প্রতিভার প্রমাণ দিয়েছে। তারা সৃজনশীল হয়ে ওঠছে। মেধা ও দক্ষতার প্রসারে ইতিবাচক ছাপ করে চলেছে শিক্ষার্থীরা। তারা উচ্ছ্বসিত হয়ে অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। দেশ ও নিজেদের উন্নয়নে আত্ননির্ভরশীল হয়ে সমাজে এসব শিক্ষার্থীরা ইতিবাচক ভুমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।