নিজস্ব প্রতিবেদক
বরিশালে তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম এবং দূর্বার নেটওয়ার্ক এর আয়োজনে নারীপক্ষের সহযোগিতায় নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষে লিফলেট বিতরণ মানববন্ধন, মোমবাতি প্রজ্জলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
২৬ নভেম্বর নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষে আভাস ,আমির কুটির সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দূর্বার নেটওয়ার্ক এর সভানেত্রী হাসিনা বেগম নীলা, স্বাগত বক্তব্য রাখেন কাওছার পারভীন, নির্বাচন কমিশন, দূর্বার নেটওয়ার্ক, বরিশাল অঞ্চল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মেহেরুনাহার মুন্নি , মহিলা বিষয়ক অধিদপ্তর, বিশেষ অতিথি শেখ জহির উদ্দিন আহমদ, সমাজসেবা অফিসার , শহর সমাজসেবা কার্যালয় বরিশাল, দূর্বার নেটওয়ার্ক এর সদস্যদবৃন্দ এবং তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম এর সদস্যবৃন্দ।
সভায় নারী নির্যাতন বন্ধে কিশোর এবং পুরুষ বিশেষ ভূমিকা রাখতে পারে বলে অতিথিরা বলেন। নারীর অধিকার আদায়ে সকলকে একত্রে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে সভার সমাপ্তি হয়।