শামীম আহমেদ
পচা মরিচ, আটা ও টেক্সটাইলে ব্যবহৃত রং মিশিয়ে মরিচের গুড়া তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ছাত্ররা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের শাহ আলম খানের মরিচের গুড়া তৈরির কারখানায়।
শিক্ষার্থী সানাউল হাওলাদার জানান, শনিবার দুপুরে মরিচের গুড়া তৈরির কারখানায় গেলে সেখানে পচা মরিচ, আটা ও টেক্সটাইলে ব্যবহৃত রং মিশ্রিত গুড়া মরিচ দেখতে পাওয়া যায়।
এসময় কৌশলে ওই কারখানার কর্মচারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করে সেগুলো জব্দ করা হয়।
একইদিন বন্দরের একটি গোডাউনে অভিযান চালিয়ে ভেজাল চাল আটক করেছে শিক্ষার্থীরা। অভিযানকালে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজন, শিক্ষার্থী রাতুল হোসেনসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কাজী সুজন বলেন, দীর্ঘদিন থেকে এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্য সামগ্রী বাজারে বিক্রি করে আসছিলো। স্থানীয়ভাবে অসাধু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় এতোদিন কেউ তাদের বাঁধা প্রদান করেননি। কিন্ত ছাত্র সমাজ আজ সারাদেশে জাগ্রত। তাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শিক্ষার্থীরা আজ মাঠে নেমেছে।