নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর রুপাতলীস্থ আলিম্পিক সিমেন্ট লিমিটেড’র কারখানা পরিদর্শন করেছেন ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টের ন্যাশনাল ডিফেন্স কলেজের দেশি-বিদেশি ২৮ সদস্যের সামরিক ও বেসামরিক বাহিনীর সদস্যরা।
গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো: মুশফিকুর রহমানের নেতৃত্বে পরিদর্শন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন অলিম্পিক সিমেন্ট লিমিটেডের পক্ষে চীফ অপারেশন অফিসার অবসরপ্রাপ্ত মেজর মো: শাহিদ উদ্দিন ও অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে কর্মকর্তারা অলিম্পিক সিমেন্ট এর গুনগত মান ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন। এছাড়া প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন পরিদর্শক দলটি।