ঢাকাSunday , 29 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের এইচএসসি/ প্রান্তিক কেন্দ্রে ছুটছেন বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী

admin
June 29, 2025 11:18 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

নিরবিচ্ছিন্ন ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের এইচএসসি (সমমান) পরীক্ষা।
খোদ বোর্ড চেয়ারম্যানের কঠোর নজরদারির মধ্য দিয়ে এমন ইতিবাচক কর্মধারা বাস্তবায়িত হচ্ছে। ফলশ্রুতিতে ফলাফলে প্রকৃত মেধাবীরা চমক দেখাবে বলেও ধারণা সংশ্লিষ্টদের। জানা গেছে, বিগত বছরগুলোর তুলনায় এবারে দৃষ্টান্তমুলক কড়া ব্যবস্থাপনায় নগর থেকে তৃণমূলের কলেজগুলোতেও যথাযথ নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। যার ধরুন অসদুপায় অবলম্বন কিংবা অবৈধ সুবিধা পাচ্ছে না কোন শিক্ষার্থী। এছাড়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরাও শিক্ষাবোর্ডের সহায়তায় শৃঙ্খলা বজায়ে সক্রিয় রয়েছেন ।

পরীক্ষা অনুষ্ঠিতের দিনগুলোতে নিয়মিত দুর-দুরান্তের প্রান্তিক পর্যায়ের কেন্দ্রে ছুটছেন বোর্ড চেয়ারম্যান। এরই ধারবাহিকতায় আজ (২৯ জুন) রোববার

দ্বিতীয় পরীক্ষার দিনে ঝালকাঠির নছলিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রতনা আমিন মহিলা কলেজ, বাকেরগঞ্জ সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন। এছাড়া একইসাথে শিক্ষার মান, শিক্ষকদের পাঠদানের গুরুত্ব ও ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির হার যাচাইয়ে নলছিটির জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয় ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী।

এ বিষয়ে একাধিক অভিভাবক জানান, পরিক্ষা কেন্দ্রগুলো এমনই হওয়া উচিত যেখানে আমাদের সন্তানরা তাদের যোগ্যতা ও মেধা দিয়ে নিজের পরীক্ষা নিজে দিবে। এবারে সেই প্রতিফলন ঘটছে নজরদারির মাধ্যমে। এর মাধ্যমে আমাদের সন্তানরা তাদের মেধাকে পরিস্ফুটিত করতে পারবে। এসময় অভিভাবকরা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিস্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, এইচএসসি পরীক্ষা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করার জন্য নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সবাই কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। এর আগে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সংশ্লিষ্ট পরীক্ষার্থীসহ সকলকে মাস্ক পড়ে পরীক্ষা কেন্দ্রে আসার নির্দেশনা দেয়া হয়েছিল। সে অনুযায়ী সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেষ অবধি সুষ্ঠু পরিবেশ বজায়ে অব্যাহত পরিদর্শন ও প্রত্যেকটি কেন্দ্রে কড়া নজরদারির মধ্য দিয়ে পরীক্ষা সম্পন্ন হবে বলেও জানান বোর্ড চেয়ারম্যান।