নিজস্ব প্রতিবেদক
বন্যার্তদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি। সোমবার রাত ৮ টায় সমিতি’র প্রধান কার্যালয় রুপাতলিস্থ পটুয়াখালী সড়কে আল-নসিব ম্যানশনের তয় তলায় নব-গঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও মহানগর বিএনপি’র সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে এ কর্মসুচী পালিত হয়।
বন্যা কবলিত ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালীসহ ক্ষতিগ্রস্ত জেলার বানভাসি মানুষদের সহায়তায় এই হাত বাড়ায় বাস মালিক সমিতি। সমিতির পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তাদের উদ্যোগে গঠিত অনুদান ফান্ডে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সমিতির নব-গঠিত কমিটির আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ বাস মালিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সমিতির’র পক্ষ থেকে বন্যার্তদের জন্য অনুদান গ্রহণের পর শিক্ষার্থী হাবিবুর রহমান ও রাফি সিকদার জানান, বর্তমান পরিস্থিতিতে বন্যার্তরা অসহায় দিনযাপন করছেন। আমরা ফান্ড গঠন করে টাকা উত্তোলনে মধ্য দিয়ে তাদের যতটুকু সম্ভব উপকারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ-মুহুর্তে বন্যার্তদের সহায়তায় মানবিকতার ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছেন বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকরা। তারা বানভাসি মানুষদের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে প্রাপ্ত অনুদান ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দিব। তাদের এ উদ্যোগ-কে সাধুবাদ জানাই।
এদিকে সমিতি’র নেতৃবৃন্দ জানান, সবকিছু হারিয়ে অসহায়ত্ব হয়ে পড়েছেন বন্যার্তরা। বিভিন্নস্তরের মানুষ ও সংস্থা তাদের পাশে দাঁড়িয়েছে। এ-মুহুর্তে আমাদের সমিতি’র সাধ্য অনুযায়ী আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে তাদের সহায়তায় এগিয়ে এসেছি। সমিতি’র মানবিক এ কর্মকান্ড অব্যাহত থাকবে।