নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে বর্বরোচিত হামলার অবসান ঘটানোর ধরকার বলে জানিয়েছেন বরিশাল নগর বিএনপির সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় নগরীতে নগর বিএনপি’র প্রতিবাদী মিছিল ও র্যালী শেষে এ কথা বলেন তিনি। এর আগে নগরীর জিলা স্কুল মোড় থেকে ৭ সহস্রাধিক কর্মী নিয়ে প্রতিবাদী মিছিল নিয়ে র্যালীতে অংশ নেন তিনি।
এসময় জিয়াউদ্দিন সিকদার বলেন, কেন্দ্র ঘোষিত একযোগে সব মহানগরী পর্যায়ে প্রতিবাদী কর্মসূচির অংশ ফিলিস্তিনে বর্বরোচিত ইসরাইলের হামলার অবিশ্বাস্য মানবিক বিপর্যয়ের মুহূর্তে সচেতন মানুষ হিসেবে নিশ্চুপ থাকলে তা হবে মানবতার অপমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংঘাত নয়, শান্তিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। একই সঙ্গে নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে আমাদের রয়েছে দৃঢ় অবস্থান।
আজ বিশ্ববাসীর উচিত, সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে এই নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটানো। একমাত্র ঐক্যবদ্ধ মানবিক কণ্ঠস্বরে বিশ্বব্যাপী প্রতিবাদই পারে রাফা ও গাজার অসহায় মানুষের প্রতি সংঘটিত এই বর্বরতার অবসান ঘটাতে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সৈনিক হিসেবে আমরা এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একইসাথে আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে নৃশংস এ হামলার অবসান ঘটানোর মধ্য দিয়ে সমাধান চাচ্ছি। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার অবসান হোক। প্রতিষ্ঠিত হোক ফিলিস্তিনিদের মাতৃভূমির অধিকার।
এদিকে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে হাজার হাজার কর্মী ও জনতা অংশ নেয়।