আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
তার অভিষেক অনুষ্ঠানকে ঘিরে বর্ণিল সাজে নগরীকে সাজানো হয়েছে। নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী।
এছাড়া কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বইছে। তার এই অভিষেক অনুষ্ঠান সফলের আওয়ামী লীগের নেতাকর্মীরা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
মহানগর যুবলীগ নেতা মো: তাজউদ্দিন তুহিন নব-নির্বাচিত সিটি মেয়রকে শুভেচ্ছার পাশাপাশি অভিষেক অনুষ্ঠান সফল ও সার্থক হোক এ কামনা করেছেন।