নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির রাজাপুরে জমজম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ২ দিনব্যাপি রাজাপুর পাইলট স্কুল সহো বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ড. মোঃ এমরানুল হকের সার্বিক পরিচালনায় চিকিৎসা সেবা দেন ড.মোঃ মাইনুল ইসলাম।
জমজম হাসপাতালের ব্যবস্থাপক সিনিয়র নার্স সুমি, মেডিকেল টেকনোলজিস্ট নাজমুন নাহার, সেবিকা সাথী আক্তার বিভিন্ন চিকিৎসা সেবা দেন। ক্যাম্পে পরীক্ষা সহো ব্যবস্থাপত্র ও বিনামূল্যে গরীব অসহায়দের মাঝে ওষুধ ও চিকিৎসা প্রদান করা হয়। রাজাপুর গালুয়া ইউনিয়নের কৃতি সন্তান। জম জম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক। দৈনিক সংবাদ সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক।
আজিজিয়া রিয়েল স্ট্রেল এর পরিচালক। অধ্যক্ষ খিলগাঁও নাজমুল হক উলুম কামিল মাদ্রাসা। বিশিষ্ট ব্যবসায়ী ড. মাওলানা এমরানুল হক দক্ষিণবঙ্গে সাধারণ মানুষের কাছে সু পরিচিত প্রিয় মুখ এক নামেই তাকে সবাই চিনে। সব সময় গরীব অসহায় সাধারণ মানুষের সুখ দুঃখে পাসে রয়েছেন।
শুক্রবার রাজাপুরে বিভিন্ন জায়গায় তাকে দেখা যায় ফ্রি মেডিকেল ক্যাম্প খুলে গরিব অসহায় মানুষের চিকিৎসা প্রদান করছেন। একান্ত আলাপকালে ড. মাওলানা এমরানুল হক বলেন সারা জীবন আমি আমার ফ্যামিলি সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে রয়েছি রাজাপুর আমার জন্মস্থান আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেই রাজাপুরবাসীর পাশে রয়েছি এবং ভবিষ্যতেও সবার পাশে থাকবো আল্লাহ যেন আমাকে কবুল করেন।
আশে পাশের সাধারণ মানুষেরা বলেন এমরানুল হক অত্যন্ত একজন ভালো মনের মানুষ সব সময় আমাদের সুখ দুঃখে পাশে রয়েছে এক মুরুব্বী আলী হোসেন বলেন এমরানুল হক আমার এলাকার ছেলে আমাকে যখনই দেখেছে সব সময় বুকে টেনে নিয়েছে শুধু আমি নয় আশে পাশের যারা গরিব অসহায় রয়েছেন সবার পাশেই সব সময় তিনি ছিলেন মনের ভিতরে কোন রাগ হিংসে দেমাগ কিছুই নেই সবার সাথেই তার সুসম্পর্ক রয়েছে তার জন্য দোয়া করি আল্লাহ যেনো তার মনের আশা পুনঃ করেন।