ঢাকাSaturday , 25 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব, বরিশালে বৃষ্টি-দমকা হাওয়া

admin
May 25, 2024 10:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশালে মাঝারি ধরণের টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বইছে দমকা হাওয়া।

শনিবার (২৫ মে) সন্ধ্যা পৌঁনে ৭টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। নদী বন্দরে সতর্কসংকেত না থাকায় বরিশাল থেকে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘূর্ণিঝড় আতংকে ইতোমধ্যে নগরীর লোকসমাগম অনেকটা কমে গেছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হুমায়ুন কবির বলেন, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদী বন্দরে কোনো সতর্কসংকেত নেই। পাশাপাশি জেলে ও মাছ ধরা ট্রলার গুলো নিরাপদে থাকতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, নদী বন্দরে কোন সতর্কসংকেত না থাকায় প্রতিদিনের মত দুটি লঞ্চ বন্দর ত্যাগ করার কথা রয়েছে। নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।