ঢাকাSunday , 20 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর দাবিতে বরিশালে বিক্ষোভ

admin
October 20, 2024 9:13 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল শিক্ষাবোর্ডের অধীন ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর দাবিতে বিক্ষোভ হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে নগরীর নথুল্লাবাদে শিক্ষাবোর্ডের সামনে অকৃতকার্য পরীক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। এসময় বরিশাল শিক্ষাবোর্ডের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখেন তারা।

একই সঙ্গে বোর্ড চেয়ারম্যানকে স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করেন।

পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একজন সাদিয়া জাহান। তিনি বলেন, বৈষম্যমূলকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা পরীক্ষা না দিয়েও কীভাবে বাংলা ও ইংরেজিতে এ প্লাস পায়? আমরা ভালো পরীক্ষা দেওয়ার পরও কীভাবে ফলাফল খারাপ আসলো? তাই আমরা এসএসসি ফলাফলের মাধ্যমে সব বিষয়ে ম্যাপিং করার দাবি জানিয়েছি।