নিজস্ব প্রতিবেদক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই’ পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে বরিশাল নগরীর আলেকান্দা রুপাতলী সাগরদী (এআরএস) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তারুণ্যের উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।
এসময় তিনি বলেন, দেশব্যাপী নির্দেশনা অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। আমরাও নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে এ কার্যক্রম সম্পন্ন করেছি। এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সমাদৃত হতে পারবে। একইসাথে দেশকে সমৃদ্ধেও লক্ষ্য রেখে এগিয়ে যেতে পারবে। এদিন উৎসব ঘিরে প্রতিষ্ঠানে নানা কর্মসূচি সম্পন্ন হয়।
এর মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, তারুণ্য মেলা, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা, উদ্যোক্তা ও সোস্যাল বিজনেস বিষয়ক আলোচনা, পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরবেশ সংক্রান্ত আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নে ইতিবাচক সব কর্মকান্ড সম্পর্কে অবহিত করা হয়। এদিকে শিক্ষার্থীরাও উৎসবকে উচ্ছ্বসিত হয়ে উদযাপন করেছে।
এদিন তারুণ্য মেলায় শিক্ষার্থীরা রচনা প্রতিযোগীতাসহ নানাবিধ কর্মসুচীতে অংশগ্রহণ করায় তাদের ক্ষুদে সফল উদ্যোক্তার স্বীকৃতি দিয়ে প্রত্যয়নপত্র প্রদান করা হয়। অনুষ্ঠিত কর্মসুচীতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।