বার্তা পরিবেশক, বাউফল
পটুয়াখালীর বাউফল উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব কমিটির বর্তমান সহ-সভাপতি মুহাম্মাদ মাইনুল ইসলাম কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়। মুহাম্মাদ মাইনুল ইসলাম বাউফল উপজেলার সদর ইউনিয়নের মাওলানা নজরুল ইসলামের ছেলে। মাইনুলের বাবা ইসলামী আন্দোলন বাংলাদেশের বাউফল উপজেলা কমিটির সভাপতি। তিনি সংসদ নির্বাচনে হাত পাখা প্রতিকের প্রার্থী ছিলেন।
মুহাম্মাদ মাইনুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের শুরা সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে।
মুহাম্মদ মাইনুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম। এসময় পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়েছি। ৫ই আগস্টও আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে ৭ ঘন্টা অমানবিক নির্যাতন করে পুলিশ৷ কিন্তু খুনি হাসিনা দেশ ছেড়ে পালালে সেনাবাহিনীর মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা আমাকে উদ্ধার করেন।