সফিউর রহমান মিঠু, বাউফল
পটুয়াখালীর বাউফলে আওয়ামী সন্ত্রাসিদের ষড়যন্ত্র ও তাদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় উপজেলার কনকদিয়া ইউপির আমীরাবাদ বাজারের বিএনপি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সদস্য তোফাজ্জেল হোসেন তপু। এসময় তিনি বলেন, ভোট বাড়ানোর জন্য জামায়াত নেতারা বাউফলের আওয়ামীলীগ নেতা কর্মীদের জামায়াতের সদস্য হিসাবে পরিচয় দিচ্ছেন।
তাদের পক্ষ অবলম্বন করে তাদের দিয়ে বিএনপি নিধনের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী বাউফল শাখার নেতাদের প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও বলেন, আওয়ামীলীগ দিয়ে বিএনপির ঘরে আগুন জ্বালানো অসম্ভব।
আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনকদিয়া ইউনিয়ন বিএনপির সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাশেদুন্নবী, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মুনিমুল ইসলাম মিরাজ ও বাউফল সরকারী কলেজ ছাত্রদল আহবায়ক আপেল মাহমুদ মুন্না।