ঢাকাFriday , 8 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের সাফল্য, আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য ধরা !

admin
August 8, 2025 9:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত একটি অটো গাড়ি চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযানে চুরি হওয়া অটো গাড়ির বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট বিকেল ৩টা ১৫ মিনিটে নগরীর বাংলা বাজার মোড়ে অটোচালক মো. রিয়াজ যাত্রী পরিবহনের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক ব্যক্তি রুপাতলী যাওয়ার কথা বলে অটোটি রিজার্ভ করেন। তার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে অবস্থান করছিল।

পরবর্তীতে দক্ষিণ আলেকান্দা ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় পৌঁছে তারা চালককে জানায়, বাসা থেকে কিছু মাল আনতে হবে। তখন আরেকটি অটো ডেকে চালককে পাঠানো হয়। পরিকল্পনা অনুযায়ী সেই সুযোগে চক্রটি অটোটি নিয়ে চম্পট দেয়। অনেক খোঁজাখুঁজির পর চালক রিয়াজ মালিককে বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করেন।

মামলার তদন্তে নেমে কোতোয়ালী মডেল থানার এসআই মানিক সাহার নেতৃত্বে এবং এএসআই রাজ্জাক, ইসমাইল হোসেন ও জিয়াউর রহমানের সহায়তায় ৭ আগস্ট রাত ১টা ৩০ মিনিটে লাকুটিয়া সড়ক এলাকা থেকে প্রথম আসামি মো. মিরাজুল ইসলাম (৩০) এবং বিকেল ৩টার দিকে বাগানবাড়ী এলাকা থেকে দ্বিতীয় আসামি মো. মিরাজ হাওলাদার (৪৫)-কে গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৪০ মিনিটে চুরি হওয়া অটো গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ। উভয় আসামির বাড়ি বরিশালের বিভিন্ন এলাকায়।

বরিশাল কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।