ঢাকাSaturday , 16 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

৫০ হাজার কদমের সাহসী অভিযাত্রায় বরিশাল মুক্ত ‘রোভার স্কাউট গ্রুপ’

admin
August 16, 2025 10:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

গত ১ আগস্ট শুক্রবার বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উপলক্ষে বরিশাল মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে “হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল মুক্ত রোভার স্কাউট গ্রুপ, ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ ও বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ এর একঝাঁক প্রাণবন্ত তরুণ রোভার বরিশাল থেকে গৌরনদী পর্যন্ত ৫০ হাজার কদম (৪০ কিলোমিটার) রাস্তা পায়ে হেঁটে হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ করেছে।

বরিশাল মুক্ত রোভার স্কাউট গ্রুপ থেকে অংশ নিয়েছেন রোভার মেহেদী হাসান,রোভার পার্থ বাড়ৈ,রোভার মাসুদ রানা, রোভার কাজী তাসিন, রোভার আশরাফ। ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ থেকে অংশ নিয়েছেন রোভার রবিন মৃধা, রোভার তাসফিক, রোভার জহিরুল ইসলাম, রোভার শাহাদাত সরদার। বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড অ্যান্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ থেকে অংশ নিয়েছেন রোভার জাবের ও রোভার জাহিদুল ইসলাম। এছাড়াও ব্যক্তিগত আগ্রহ ও উদ্যোগে অংশ নিয়েছেন রোভার আল আমিন হাওলাদার ও রোভার খালিদ হাসান।

হাইকিং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বরিশাল জেলা রোভারের ডিআরএসএল ও বরিশাল মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর গ্রুপ সম্পাদক প্রকৌশলী পবিত্র কুমার হালদার এএলটি । রোভারদের এই অদম্য উদ্যোগ ও সাহসী অভিযাত্রায় শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন বরিশাল জেলা রোভারের সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ এএলটি ।