নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন।নানা আয়োজনের মদ্যোদিয়ে পালিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বাদ আরর জন্মদিন উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং একই সাথে ‘৭১ এর মুক্তিযুদ্ধে জীবনদানকারী সকলশহীদ, ‘৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে ও ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় সম্মুখে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল নেতৃবৃন্দ। এরপর শহরে প্রধান সড়ক আনন্দ মিছিল বের করা হয়।