নিজস্ব প্রতিবেদক
প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূলতা উপেক্ষা করেও বিভাগের প্রান্তিক পর্যায়ের এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে প্রথম দিন থেকেই দুর-দুরান্তের কেন্দ্রগুলো নজরদারী অংশ হিসেবে ছুটে যাচ্ছেন তিনি। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ বুধবার (৬ আগস্ট) বাকেরগঞ্জ সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র, কাকরধা অশ্বীনি কুমার মেমোরিয়াল ইনস্টিটিশন পরীক্ষা কেন্দ্র, বাউফলের কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় কলেজ কেন্দ্র, কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, পটুয়াখালীর দুমকি জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, বাউফলের কালিশুরী সাইয়্যেদুল আরেফিন ইনস্টিটিশন পরীক্ষা কেন্দ্র, বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বোর্ড চেয়ারম্যান।
পরিদর্শন শেষে কথা বলছেন কেন্দ্রের বাইরে অপেক্ষমান শত শত অভিভাবকদের সাথে। সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে অভিভাবকরাও বোর্ড চেয়ারম্যানের ওপর সন্তোষ প্রকাশ করেছেন।