ঢাকাMonday , 9 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়াতে অপহৃত সেই মার্কিন সাংবাদিক অসটিন টাইস বেঁচে আছেন

admin
December 9, 2024 10:11 pm
Link Copied!

অনলাইন ডেস্ক

২০১২ সালে সিরিয়াতে অপহৃত আমেরিকান সাংবাদিক অসটিন টাইসের মা সাংবাদিকদের বলেছেন যে তার ছেলে বেঁচে আছে এবং ভাল আছে।

তবে অসটিন টাইসের মা ডেবরা টাইস ওয়াসিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

ফ্রীল্যান্স ফটো সাংবাদিক অসটিন টাইস ২০১২ সালের ১৪ আগস্ট দামেস্কের পার্শ্ববর্তী দেরায়ার একটি চেক পয়েন্ট থেকে অপহৃত হন। অপহরনের পর থেকে অসটিন বিষয়ে তেমন কিছু জানা যায়নি। কেবল সেপ্টম্বর মাসে চোখ-মুখ বাধা অবস্থায় এক ভিডিওতে দেখা যায়। যখন তার বয়স ছিল ৩১।

অবশ্য অপহরনকারীদের সম্পর্কেও তেমন কিছু জানা যায় না। অসটিন টাইস ফরাসি বার্তা সংস্থা এএফপি, ওয়াশিংটন পোস্ট এবং সিবিএস নিউজের পক্ষে সে সময় কাজ করছিলেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে টাইসকে আটকে রাখার জন্য সিরিয়াকে অভিযুক্ত করে এবং দ্রুত তার মুক্তির বিষয়ে দেশটিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। যদিও সিরিয়া তা অস্বীকার করে। ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প টাইসের বিষয়ে জানতে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে এক বার্তা পাঠিয়েছিলেন।