বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপ
যাত্রীসেবা নিশ্চিতে কঠোর জিয়াউদ্দিন সিকদার, ভাঁসছেন প্রশংসায়
নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রায় যাত্রী সেবা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ‘বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপ’। যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌছাতে সবধরণের সেবায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বরিশালের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় নগরীর রুপাতলী বাসট্যান্ডমুখী হন আগন্তক যাত্রীরা।
এবারে ঈদযাত্রা সহজতর ও শতভাগ পরিবহনে সেবা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সজাগ রয়েছে পরিবহন মালিক গ্রুপের নেতারাও। যার ধরূন এবারে যাত্রী সেবা শতভাগ নিশ্চিতে সর্বোচ সতর্ক অবস্থানে রয়েছে ‘বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপ। এরই ধারাবাহিকতায় গতকাল সংগঠনের সভাপতি মো: জিয়াউদ্দিম সিকদার নিজেই রুপাতলী বাস টার্মিনালের প্রত্যেকটি কাউন্টার পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে নিজে মালিক সদস্য ও শ্রমিকদের নিয়ে কাউন্টার পরিদর্শন ও যাত্রীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় তিনি যাত্রীদের সেবার বিষয়ে অবগত হন। যাত্রীরা জানান, গত বছর ঈদে এ টার্মিণাল থেকে স্বাভাবিক ভাড়ার চেয়ে তুলনামুলক ভাড়া বৃদ্ধি করে আদায় করা হয়েছে। কিন্ত এ বছর স্বাভাবিকভাবে নির্ধারিত ভাড়াই নিচ্ছেন কাউন্টারের সদস্যরা।
এছাড়া সেবার মানও অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।
এদিকে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের সাথে যাত্রীসেবা শতভাগ নিশ্চিতের আহবান জানান।
একাধিক যাত্রী জানান, স্বৈরাচারি আওয়ামী লীগের সময়ে এ বাসস্ট্যান্ডে ভাড়া ছিল অতিরিক্ত। এছাড়া বিভিন্ন সময়ে যাত্রীদের সাথে অসদাচরণ করা হতো। আওয়ামী লীগ ও তাদের দোসররা পালিয়ে যাওয়ায় এবছর নতুন নেতৃত্বে যেন প্রাণ ফিরে পেয়ে এই টার্মিনালটি। স্বস্তির ঈদযাত্রায় ভুমিকা রাখছে তারা।