ঢাকাMonday , 30 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাউফল প্রেসক্লাব নির্বাচন/ সভাপতি- জলিলুর, সম্পাদক- জসিম

admin
December 30, 2024 10:32 pm
Link Copied!

সফিউর রহমান মিঠু, বাউফল
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের  নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ  বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ জলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক মানব কন্ঠ এর বাউফল উপজেলা  প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন। 

সোমবার বাউফল প্রেসক্লাবের মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশনার  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড এ ফলাফল ঘোষণা করেন। এ সময়  প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার  মো. নুরুন্নবী  উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. জলিলুর রহমান ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম  প্রতিদ্বন্দী জিতেনদ্র নাথ রায় পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন  ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেফিন সহিদ ১৮ পেয়েছেন । প্রেসক্লাবে মোট ৪৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে বিনা  প্রতিদ্বন্দ্বিতায়  সহ-সভাপতি দেলোয়ার হোসেন কোষাধক্ষ্য মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক পিয়াল হাসান, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম, প্রচার ও প্রকাশনা  সম্পাদক উত্তম কুমার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুর মোর্শেদ, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোঃকামরুজ্জামান বাচ্চু, এবিএম মিজানুর রহমান ও কামরুল হাসান, আবু সুফিয়ান, নির্বাচিত হয়েছেন।