অনলাইন ডেস্ক
বরিশাল নগরীর ‘বসুন্ধরা ২৩ নং ওয়ার্ড কল্যাণ সংঘ’ এর আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২১ মার্চ) ওয়ার্ডের তাজকাঠী এলাকায় স্থাপিত সৈয়দ আমজাদ আলী জামে মসজিদে সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও চরমোনাই আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও নূরানী তালিমুল কুরআন বোর্ড, বরিশাল বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা রফিউদ্দিন নজরুল, অর্থ সম্পাদক রিয়াজুল হক, সদস্য নাজমুল হক হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে মসজিদের জমিদাতা, নির্মাণে সহযোগীতাকারি ও প্রয়াত মুসল্লীদের রুহের মাঘফেরাত কামনায় দোয়া কামনা করা হয়।