নিজস্ব প্রতিবেদক
বরিশালে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ মাগরিব নগর বিএনপি’র দলীয় কার্যালয়ে সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদারের সভাপতিত্বে এ কর্মসুচী পালিত হয়।
এসময় কোকোকে শ্রদ্ধাভরে স্মরণ করেন নেতৃবৃন্দ। একইসাথে তার রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতায় দোয়া অনুষ্ঠিত হয়।
কর্মসুচীতে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান, সাজ্জাদ হোসেন, সদস্য নুরুল আলম ফরিদসহ অন্যান্যা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।