নিজস্ব প্রতিবেদক
বরিশালে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজ।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আছর সদর উপজেলার দক্ষিণ কড়াপুরের মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মাহফিল অনুষ্ঠিত হবে।
এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, ইসলামী চিন্তাবিদ ও ইসলামীক স্কলার শাইখুল আরব মুফতি আমিনুল ইসলাম আরেফি।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন স্টিমারঘাট জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা শরফউদ্দিন বেগ, কেন্দ্রীয় জামে কসাই মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা কামাল উদ্দিন মুঈনী, ক্বারী এনায়েত উল্লাহ সাইফী, চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল জলিল প্রমুখ।
এছাড়া মাহফিল সঞ্চালনা করবেন বিশিষ্ট ইসলামমক সংগীত শিল্পি মো: এনামুল হক।
অনুষ্ঠিত মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেন সভাপতি আলহাজ্ব নুরুল আমিন।