আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশাসনকে আরও কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানানো হয়। বুধবার (২৫ নভেম্বর) সকালে নগরের সদররোডে ‘সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ’ এ কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা। কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন আইন থাকলেও নারী নির্যাতনকারীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই সরকারের উচিত প্রশাসনকে আরও কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করার নির্দেশনা দেওয়া। নিজ নিজ এলাকায় সকলকে স্বোচ্চার হয়ে পরিবার ও এলাকাবাসীকেও সচেতন হতে হবে এ বিষয়ে। এসময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংগঠক আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, তরুন প্রজন্মে’র দিপ্তি নাদিয়া বালা, রান’র নির্বাহী পরিচালক রফিকুল আলম, উন্নয়ন সংগঠক জাহানারা বেগম স্বপ্না, সাধনা বেপারী, লিংকন বাড়ৈ, কাজী নওশাদ, ফেরদৌসি বেগম মিলি, বিসিসি’র সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেহানা বেগম প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।